সাংবাদিকদের নির্ভয়ে সংবাদ প্রকাশের আহ্বান সিইসির

Passenger Voice    |    ০২:০৯ পিএম, ২০২৩-০১-৩০


সাংবাদিকদের নির্ভয়ে সংবাদ প্রকাশের আহ্বান সিইসির

সাংবাদিকদের নির্ভয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘‌সাংবাদিকদের লেখনির মাধ্যমে আমরা অনেক বিষয় জানতে পারি। আমাদের কাজে সহযোগিতা করে বস্তুনিষ্ঠ সংবাদ। তাই আমি বলবো- নির্ভয়ে আপনারা সংবাদ প্রকাশ করবেন। নেতিবাচক কিছু পেলেও আপনারা লিখবেন। পেশাদারিত্ব বজায় রেখে যেকোনো সংবাদ প্রকাশ করতে বাধা নেই।’

গতকাল রোববার ( ২৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন। এ সময় বিদায়ী কমিটির নেতাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে বিদায় জানানো হয়।

গত ১৭ জানুয়ারি ইসি বিটের সাংবাদিকদের সংগঠনের নতুন কমিটি হয়। এতে সভাপতি হন দৈনিক ইত্তেফাকের সাইদুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন চ্যানেল ২৪-এর মুকিমুল আহসান হিমেল।অনুষ্ঠানে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব, রাশেদা সুলতানা, ইসি সচিব জাহাঙ্গীর আলমসহ কমিশন সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এতে নতুন সহ-সভাপতি তানিয়া রহমান, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসাইন, দফতর সম্পাদক হয়েছেন, মো. সিরাজুস সালেকীন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল ইসলাম বাশার, কার্যনির্বাহী সদস্য গাজী শাহনেওয়াজ, মাহমুদুল হাসান পারভেজ, ডিবিসির মোসা. কাওসারা চৌধুরী কুমু, সৈকত সাদিক, হামিদ সরকার উপস্থিত ছিলেন। এসময় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক কাজী জেবেল ছাড়াও বিদায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

প্যা/ভ/ম